বিজ্ঞানমনা কি?

বিজ্ঞানমনা বিজ্ঞান বিষয়ক একটি ব্লগিং সাইট এবং প্রযুক্তি গবেষণা প্রতিষ্ঠান। ২০২১ সালের ১৯ শে আগস্ট সাবিদ উদ্দিন নাহিয়ান ও সাদমান সামিনের হাত ধরে প্রতিষ্ঠিত হয় বিজ্ঞানমনা। বাংলাদেশের জনপ্রিয় অনেক বিজ্ঞান লেখক ইতিমধ্যে বিজ্ঞানমনার সাথে যুক্ত হয়েছেন। তাদের মধ্যে অন্যতম এমরান আহমদ, সোহানুর রহমান সোহান, মোহাম্মদ ইয়াসিন, ইশতিয়াক চৌধুরী। বিজ্ঞানমনা যে শুধু জনপ্রিয় বিজ্ঞান লেখকদের নিয়ে কাজ করেন তা কিন্তু নয়। প্রতিষ্ঠানটি বহু নতুন ও মেধাবী লেখকদেরকেও লেখালেখির সুযোগ করে দিচ্ছে। এছাড়াও বিজ্ঞানমনার গবেষণা দল Upsilon কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স, রোবোটিক্স, ইলেকট্রনিক্স, কম্পিউটার প্রযুক্তি, নবায়নযোগ্য শক্তি, ড্রোন প্রযুক্তি ইত্যাদি নিয়ে গবেষণা করছে। ভবিষ্যতের প্রযুক্তিকে মানুষের জন্য সহজলভ্য করা বিজ্ঞানমনা এর গবেষণা দল Upsilon এর প্রধান লক্ষ্য। মূলত বিজ্ঞানমনা এমন একটি প্রতিষ্ঠান যা বিজ্ঞানচর্চা এবং বিজ্ঞানের সেবার সাথে মানুষকে যুক্ত হওয়ার সুযোগ করে দিচ্ছে।

বিজ্ঞান ব্লগ

বিজ্ঞানের নানা বিষয় সম্পর্কে জানতে চাইলে আমাদের ব্লগ পড়তে পারেন।

লেখা প্রকাশ করুন

বিজ্ঞান কিংবা প্রযুক্তি প্রবন্ধের সম্ভার গড়তে মাত্র কয়েক মিনিটে নিজের লেখা নিজেই প্রকাশ করো।

গবেষণা

বিজ্ঞানমনার গবেষণা দল Upsilon কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স, রোবোটিক্স, ইলেকট্রনিক্স, কম্পিউটার প্রযুক্তি, নবায়নযোগ্য শক্তি, ড্রোন প্রযুক্তি ইত্যাদি নিয়ে গবেষণা করছে। ভবিষ্যতের প্রযুক্তিকে মানুষের জন্য সহজলভ্য করা বিজ্ঞানমনা এর গবেষণা দল Upsilon এর প্রধান লক্ষ্য।

টিমে যোগ দাও

বিজ্ঞানমনার রয়েছে একটি দুর্দান্ত দল। এই দলের নাম হলো ‘টিম বিজ্ঞানমনা’। দেশের সেরা বিজ্ঞান লেখক, অধ্যাপক ও ব্যাক্তিত্বরা টিম বিজ্ঞানমনার সাথে যুক্ত আছেন। তাদের সাথে কাজ করার মাধ্যমে তুমি পেয়ে যাবে এক দারুণ অভিজ্ঞতা। তোমার যদি ভালো কোনো স্কিল থাকে তাহলে এখনই যোগ দাও আমাদের টিমে।

বিজ্ঞান জিজ্ঞাসা

বিজ্ঞান বিষয়ে তোমার মনে হয়তো নানা প্রশ্ন রয়েছে। এই প্রশ্নের উত্তর তুমি হয়ত এখনো খুঁজে পাচ্ছ না। তোমার এই সকল প্রশ্ন তুমি টিম বিজ্ঞানমনা তে করতে পারো। দেশসেরা অধ্যাপক ও লেখকদের কাছ থেকে হয়তো তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে।

বিজ্ঞান আয়োজন

বিজ্ঞান চর্চা ও বিজ্ঞানের সেবার সাথে মানুষকে যুক্ত করার লক্ষ্য নিয়ে বিজ্ঞানমনা প্রতিষ্ঠিত হয়। বিজ্ঞানমনা তাদের প্রতিষ্ঠানের লক্ষ্যকে বাস্তবায়নের উদ্দেশ্যে প্রতিবছর নানারকম বিজ্ঞানমেলা ও বিজ্ঞান বিষয়ক কর্মশালার আয়োজন করে থাকে।

আমাদের লেখকদের প্রকাশিত বই সমূহ

0 +
Team Members
0 +
Writers
0
Editors
0
বিজ্ঞান আয়োজন
0
Facebook Followers
0 +
Contents

মাতৃভাষা বাংলায় বিজ্ঞান চর্চার এক অনন্য যাত্রায় স্বাগতম। এখানে থাকছে সর্বশেষ বিজ্ঞান বিষয়ক ব্লগ, প্রশ্নত্তোর এবং কুইজসহ নানা আয়োজন।

Scroll to Top